ক্রাইম

পুলিশি হেফাজতে মৃত্যু দলিত যুবকের, উত্তরপ্রদেশে ৪ পুলিশের বিরুদ্ধে দায়ের মামলা

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিত নির্যাতন এবং খুনের ঘটনা যেন ছায়াসঙ্গী হয়ে উঠছে । স্পষ্টতই  প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই ধরনের পাশবিক ঘটনা। ফের পুলিশি হেফাজতে দলিত যুবকের মৃত্যুর ঘটনায় তুলকালাম রাজ্যের রাজধানীতে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে, কনস্টেবল শৈলেন্দ্র সিং সহ আরও তিনজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ, মৃতের নামে মিথ্যা মামলা চাপিয়ে, জেলের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছে। মৃত যুবকের নাম আমান গৌতম। বয়স ২৪। পরিবারের দাবি, নীচু জাতের হওয়ায় কারসাজি করে জেলের মধ্যে খুন করা হয়। শুক্রবার রাতে খুন হয় আমান। যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।  গৌতমের স্ত্রী রোশনির অভিযোগ, শুক্রবার রাতে স্বামী বিকাশ নগরের আম্বেদকর পার্কে বসে ছিলেন।  হঠাৎ কিছু সংখ্যক পুলিশ সেখানে আসে। আর গৌতমকে মারধর ও গালিগালাজ শুরু করে।  তারপর জেলে পুরে দেয়।জেলের অন্দরে অমানবিক নির্যাতন চালিয়ে খুন করা হয় তার স্বামীকে। যদিও পুলিশের দাবি, জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল মৃত যুবককে। জেলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্ত রিপোর্টেও শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক (কার্ডিওজেনিক শক) দেখানো হয়েছে। যদিও রিপোর্ট ভুয়ো বলে তোপ দাগেন  আমানের স্ত্রী রোশনি।