করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের ৷ নিহতদের মধ্যে ২ জন চিনা নাগরিক বলে জানা গিয়েছে ৷ আজ দুপুরে পাকিস্তানের বাণিজ্য নগরী করাচির বিশ্ববিদ্যালয়ে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ ঘটনায় গুরুতর জখম আরও অনেকে ৷ জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুশিয়াস শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে একটি ভ্যানে এদিন বিস্ফোরণটি ঘটে ৷ বিশ্ববিদ্যালয়ে ভাষণের পর অন্যান্যদের সঙ্গেই ওই গাড়িতে চেপেই ফিরছিলেন নিহত দুই চিনা লেকচারার ৷ করাচি বিশ্ববিদ্যালয়ে চিনা ভাষা পড়াতেন ওই দুই লেকচারার ৷ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, কনফুশিয়াস সেন্টারের ডিরেক্টর হুয়াং গুইপিং সনাক্ত করেন বিস্ফোরণে নিহত দুই চিনা লেকচারারকে ৷সাদা রংয়ের একটি ভ্যানে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে ৷ রিমোটচালিত কোনও ডিভাইসের মাধ্যমে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও দাবি করেছে একাধিক সংবাদসংস্থা ৷ যদিও এ ব্যাপারে নিশ্চিতভাবে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি ৷