কলকাতা

শ্লীলতাহানির ঘটনায় নতুন মোড়, রাজভবনে আরও চার কর্মচারীকে নোটিশ পাঠাল পুলিশ

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে পুলিশের তরফ থেকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনার অভিযোগে এবার আরও চার কর্মীকে নোটিশ পাঠাল পুলিশ। এর আগেও তিন কর্মচারীকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল পুলিশের তরফে। তাঁরা কেউই হাজিরা দেননি। উল্টে, ইমেল পাঠিয়ে তাঁরা কিছুদিন সময় চেয়েছেন পুলিশের কাছে। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ। এর আগে যে তিন কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছেন রাজ্যপালের ওএসডি। তিনি ইমেল পাঠিয়ে জানিয়েছেন, বাইরে থাকার কারণে এখন তিনি হাজিরা দিতে পারছেন না। নতুন করে আরও চার কর্মচারীকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়ান যাচাই করতেই ওই চারজন কর্মচারীকে নতুন করে নোটিশ দিয়ে তলব করা হয়েছে। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলাকে রাজভবনে আটকে রাখার জন্য মামলা দায়ের করা হয়েছে রাজভবনের বিশেষ সচিব এসএস রাজপুত এবং দুই চুক্তিভিত্তিক কর্মী – কুসুম ছেত্রী ও সন্ত লালের বিরুদ্ধে। এই আবহে পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে এই ঘটনায়। প্রসঙ্গত, মে মাসের ২ তারিখের এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযোগকারী মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। এদিকে অন্য এক ফুটেজে দেখা গিয়েছে, এফআইআর-এ নাম থাকা কুসুম ছেত্রী অভিযোগকারীর ব্যাগ হাতে নিয়ে আছেন। যা থেকে পুলিশ অনুমান করছে যে অভিযোগকারীকে আটকানোর চেষ্টায় সামিল ছিলেন কুমুসও। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ছিলেন তিনি।