বিদেশ

চিনের কাঁচের স্কাইওয়াক থেকে একসঙ্গে ৪ পর্যটকের আত্মহত্যা

। সম্প্রতি চার পর্যটক হুনান প্রদেশের ঝাংজিয়াজি শহরের তিয়ানমেন পর্বতের কাচের ওয়াকওয়ে থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। চিনা সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে  ঘটনাটি ঘটেছিল ৪ এপ্রিল মঙ্গলবার। হঠাৎই ৪ জন পর্যটক, তিনজন পুরুষ এবং একজন মহিলা, নিরাপত্তার বাধা অতিক্রম করে স্কাইওয়াকের কিনারা থেকে ঝাঁপিয়ে পড়ে। একজনকে সময়মতো থামানো হলেও, বাকি তিনজনের মত সেও লাফ দেওয়ার আগে বিষ খেয়ে ফেলেছিল, ফলে তাদের সকলেরই  মর্মান্তিক মৃত্যু হয়েছিল।