ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরেই রেলের নজিরবিহীন সিদ্ধান্ত। সাসপেন্ড ৪ রেলকর্মী। রেল সূত্রে খবর, মালগাড়ির লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও দুজন সুপার ভাউজারকে সাসপেন্ড করা হয়েছে। রবিবার সকালে ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল বাংলা। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা এক মালগাড়ির উপর উঠে গেল আরও একটি মালগাড়ি। সৌভাগ্যবশত যাত্রী না থাকায় চালক ছাড়া কেউ আহত হননি। রেল সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে ছিল। এদিকে সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিতে যাচ্ছিল। তখনই দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। দুটি মালগাড়ির সংঘর্ষে একটি ইঞ্জিন সহ দুটি মালগাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়। প্ল্যাটফর্ম এবং সিগনাল রুম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে।