কলকাতা

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিতে গিয়ে আটক ৪ চাকরিপ্রার্থী

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেপুটেশেন দিতে গিয়েছিলেন চারজন এসএসসি শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থী। কিন্তু, সেখানে গিয়ে আটক হন তাঁরা। তাঁদের সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা দুর্বব্যহার করেছেন বলে অভিযোগ। আটক করে আন্দোলনকারীদের লালবাজারে নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে। নাম উঠেছে মেধা তালিকায়। কিন্তু, তারপর অনেক দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি। অবশ্য রাজ্যে এই ধরনের অভিযোগ প্রথম নয়। এমন অভিযোগ অনেক রয়েছে। আর এনিয়ে মামলাও চলছে। কিন্তু, তারপরও পরিস্থিতি ঠিক হয়নি। এই অবস্থার মধ্যেই ধর্মতলায় বিক্ষোভ দেখান একাধিক চাকরিপ্রার্থী। টানা ১০ দিন ধরে শহিদ মিনারের কাছে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি-র শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। চার দিন ধরে তাঁরা রিলে অনশন করছেন। রবিবার সকালে তাঁদের চার জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে যান ডেপুটেশন জমা দিতে। কিন্তু সেখানে তাঁদের বাধা দেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। অভিযোগ, সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন একাধিক সিভিক ভলেন্টিয়ার। এমনকী, অকথ্য ভাষায় গালিগালাজও করেন। এরপর কালীঘাট থানার পুলিশ আটক করে এই চারজনকে। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় লালবাজারে। এই ঘটনার প্রতিবাদে ধর্মতলায় শহিদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল করেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। চারজনের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তাঁরা।