জেলা

ঝড়ের মুখে অণ্ডালে জরুরি অবতরণ ‘মুম্বই-দুর্গাপুর ‘ বিমানের, তীব্র ঝাঁকুনিতে আহত ৪০

 ঝড়ের কবলে পড়ে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ করল মুম্বই-দুর্গাপুর বিমান৷ তীব্র ঝাঁকুনিতে আহত ৪০জন যাত্রী ৷ রবিবার সন্ধ্যায় মুম্বই থেকে রওনা দেয় বিমানটি ৷ তবে অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ অন্ডাল বিমানবন্দর থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে প্রবল ঝড়ের সম্মুখীন হন পাইলট। বিমানের ঝাঁকুনি শুরু হয় কোন রকমে নিয়ন্ত্রণ বজায় রাখেন দক্ষ পাইলট। বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন কমপক্ষে ৪০ জন যাত্রী ৷ যাত্রীদের সঙ্গে আহত হয় বেশ কয়েকজন বিমানসেবিকাও । বিমানে মোট ১৮৮ জন যাত্রী ছিল । অবতরণের ঠিক আগেই ঝড়ের কবলে পড়ে সেটি ৷ বড়সড় বিপদ এড়াতে তড়িঘড়ি বিমানটিকে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করাতে সক্ষম হন পাইলট ৷ তেমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও তীব্র ঝাঁকুনির জেরে আহত হন অনেকে ৷ আহতদের মধ্যে ১০ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । অন্ডাল বিমানবন্দরের অধিকর্তা কৈলাস মন্ডল বলেন, মাঝ আকাশে বিমান দুর্ঘটনার কবলে পড়ে। অবতরণের ১৫ মিনিট আগে আমরাও বিষয়টি জানতে পারি। তাই এম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছিল বিমানবন্দরে। যাত্রীদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় একজন যাত্রীর চোট গুরুতর হলেও বাকিরা ভালো রয়েছেন।