সম্প্রতি হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে একাধিক দিন সিগন্যাল বিভ্রাটের ঘটনা ঘটেছে। যার জেরে পরপর ট্রেন বাতিল থেকে যাত্রী দুর্ভোগের ছবি সামনে এসেছে। সেই সূত্রে এবার হাওড়া ডিভিশনে সিগন্যাল ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ শুরু হচ্ছে। যার জেরে আজ রবিবার হাওড়া শাখায় ৪১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ, খানা-গুমানি সেকশনে এই কাজ চলবে। নিরাপত্তার জন্য বিদ্যুৎসংযোগ বন্ধ থাকার কারণে ছুটির দিনে ৪০টির বেশি লোকাল চলাচল করবে না। হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বরগুলি হল, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৭৩১৭, ৩৭৩৭৩, ৩৭৩১৯, ৩৭৩৬১, ৩৭৩৬৩, ৩৭৯১৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৫। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২ ও ৩৬৮৪৪। আরামবাগ থেকে বাতিল থাকছে ৩৭৩৬২ ও ৩৭৩৬৪। তারকেশ্বর থেকে বাতিল ৩৭৩২৮, ৩৭৩৩০ ও ৩৭৩৩২। গোঘাট ও ব্যান্ডেল থেকে বাতিল যথাক্রমে ৩৭৩৯০ এবং ৩৭৭৪৯। কাটোয় থেকে বাতিল হচ্ছে ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৩৫ ও ০৩০৬৭। আজিমগঞ্জ থেকে বাতিল হচ্ছে ০৩০৯৬, ০৩০৩৬ ও ০৩০৬৮। ডানকুনি থেকে বাতিল হচ্ছে ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪ ও ৩২২৩৬। শিয়ালদহ থেকে বাতিল ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩ ও ৩২২৩৫। চন্দনপুর থেকে বাতিল থাকছে ৩৬০৩৪ এবং ৩৬০৩৬। এই কাজের জন্য আজ নয়টি ট্রেনের সময়সূচি অদল বদল হবে। পাঁচটি ট্রেনকে যাত্রাপথে খানিক সময় দাঁড় করানো হবে। কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।