ফের বেপরোয়া ভাবে চলছে বার ও রেস্তোরাঁয় রমরমিয়ে পার্টি। রীতিমত বিধিনিষেধের তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের পরও খুলে রাখা হয়েছে বার ও রেস্তোরাঁ। শুক্রবার রাতে সেবক রোডে শপিং মলে থাকা একটি বারে হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ৪১ জনকে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৬ জন মহিলাও রয়েছেন। সময়ের পরও বার খোলা রাখার কারণে এই ব্যবস্থা নেয় পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বার কর্মীদেরও। এদিন রাতেই থানায় নিয়ে যাওয়া হয় ধৃতদের। এই ঘটনার পরই ডিসিপি জয় টুডু জানান, পানশালাটিতে করোনাবিধি ও সময়বিধি না মেনে সেখানে প্রচুর সংখ্যায় লোকজন ছিল। খবর পেয়ে ভক্তিনগর থানায় আইসির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। ৪১ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। তবে এর আগেও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে সেবক রোডে আরেকটি পানশালা খুলে রাখার খবর সামনে এসেছিল। সেখান থেকেও বেশ কয়েকজন যুবক-যুবতীকে গ্রেফতার করেছিল ভক্তিনগর থানার পুলিশ।