ক্রাইম

মুম্বইয়ে জুয়া খেলার নাম করে ডেকে এনে মহিলাকে গণধর্ষণ

মুম্বইয়ে জুয়া খেলার নাম করে ডেকে এনে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নির্যাতিতার পরিচিত বলে দাবি। পুলিশ জানিয়েছে, ওই মহিলা মুম্বইয়ের ভিল পার্লেতে থাকেন। সেখান থেকে আহমেদাবাদ নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অপর একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে স্বামী এবং সন্তানদের নিয়ে থাকেন ওই মহিলা। জুহুতে তাঁর দু’টি পার্লার ছিল। অতিমারির কারণে লকডাউনের সময় ক্ষতির মুখে পড়ে ব্যবসা। তাই দু’টি পার্লারই বন্ধ করে দেন মহিলা। গত ২৫ বছর ধরে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব রয়েছে এক অভিযুক্তের। গত ৬ জানুয়ারি মহিলার বাড়িতে এসেছিল সে। উদ্দেশ্য ছিল তাস খেলা। আর সেই খেলার মাঝেই মহিলাকে নিয়ে আহমেদাবাদ রওনা হয় অভিযুক্ত বন্ধু। সঙ্গে নেয় আরও দুজনকে। অভিযোগ, সেখানে গিয়ে জুয়া খেলবে বলে ওই মহিলাকে জানিয়েছিল তাঁর বন্ধু। সেখানে একটি ফ্ল্যাটে চারজন জুয়া খেলতে বসে। গভীর রাত পর্যন্ত চলে খেলা। সঙ্গে মদ্যপান। পুলিশ জানিয়েছে, আহমেদাবাদে সারারাত ওই মহিলাকে যৌন হেনস্তা করা হয়। ৭ জানুয়ারি তারা সকলে মুম্বইয়ে ফিরে আসে। বাড়ি ফিরেই স্বামীকে সব কথা জানান মহিলা। এরপর দুজনে ভিল পার্লে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।