বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ৷ গুরুতর জখম ৫ শিশু ৷ তদের মধ্যে আহত ২ শিশু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ রবিবার কালিয়াচকের গোলাপগঞ্জের গোপালনগর সংলগ্ন এলাকার ঘটনা । আহত শিশুদের নাম বিক্রম সাহা (৮), শুভজিৎ সাহা (৯), মিঠুন সাহা (১০), সুবল সাহা (৬) ও আবদুল রেহান শেখ (৮) । জানা গিয়েছে, আজ দুপুরে গোপালনগর সংলগ্ন এলাকায় নিখিল সাহা নামে এক ব্যক্তির বাড়ির পেছনে কয়েকজন শিশু খেলা করছিল । হঠাৎ সেই সময় বিস্ফোরণের আওয়াজ হয়। বিস্ফোরণে জখম হয় ৫ শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর এক শিশুকে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহত ২ শিশুকে মালদা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ৷ বাকি ২ শিশু গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন । বিস্ফোরণে জখম ২ শিশুঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় । পুরো এলাকা ঘিরে তল্লাশি করে পরিত্যক্ত কুয়ো তৈরির সিমেন্টের ছাঁচের ভেতরে দু‘টি জার উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।