জেলা

শুভেন্দু গড়ে ফের ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন ৫ প্রাক্তন কাউন্সিলর

কাঁথি পুরসভার ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন শুভেন্দু ঘনিষ্ঠ অধিকারী পাঁচ প্রাক্তন কাউন্সিলর। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। পুরনো দলেই ফিরেই কাঁথি পুরসভা অধিকারীদের দখলমুক্ত করার হুঙ্কার ছেড়েছেন বিদায়ী কাউন্সিলর অতনু গিরি। বিধানসভা ভোটের আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পরেই কাঁথিতে ঘাসফুল শিবিরে ভাঙন ধরে। গত বছরের পয়লা জানুয়ারি গেরুয়া পতাকা হাতে নিয়েছিলেন কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর। বিধানসভা ভোটে পদ্ম শিবিরের ভরাডুবি ঘটতেই ওই কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরতে উদ্যোগী হন। তৃণমূল জেলা নেতৃত্বের কাছে লিখিত আবেদন জানান। কিন্তু তাঁদের মধ্যে পাঁচজনকে আপাতত দলে ফেরানোর সবুজসঙ্কেত দেন তৃণমূল শীর্ষ নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ কাউন্সিলরকে আনুষ্ঠানিকভাবে দলে ফেরানো হয়। পটাশপুরের তৃণমুল বিধায়ক উত্তম বারিক জানান, এদিন অতনু গিরি এবং তরুণ বেরার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে। বাকি তিন জন জরুরি কাজের জন্য আসতে পারেননি। আগামী পুরভোটে কাঁথি পুরসভা তৃণমূল কংগ্রেস দখল করবে বলেও জোর গলায় দাবি করেন তিনি। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি। তাঁর কথায়, ‘বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। হিন্দু-মুসলিম মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওই দলের মানসিকভাবে যেতে পারিনি। রাজনীতি করার মতো পরিস্থিতি নেই।