জেলা

মহেশতলায় সিলিন্ডার ফেটে ভাঙল বাড়ির দেওয়াল, আহত ৫

মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ।  এ ঘটনায় জখম অন্তত ৫ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন পাশের একটি আবাসনের চার তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে রাস্তার উপর । বিস্ফোরণের ঘটনায় বহুতলের চারতলার একাংশে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও । বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অন্তত পক্ষে ৫ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।