জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ জেলার বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। এ ছাড়া হড়পা বানে আরও দু’জনের মৃত্যু হয়েছে। আর বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস নেমে মৃত্যু হয়েছে পাঁচ তীর্থযাত্রীর। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে একটি বড় মাপের ধসের জেরে অন্তত ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও ১৪ জন আহত বলে খবর পাওয়া গিয়েছে। আধকোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বৈষ্ণোদেবী তীর্থ বোর্ড। তারা আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখা হচ্ছে।


