পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার দেওয়ানচকের রঘুনাথপুরে বউভাতের ভোজ খেয়ে অসুস্থ শতাধিক। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪ শিশু-সহ ৫০ জনকে। যত বেলা বাড়ছে ততই অসুস্থের সংখ্যাও বাড়ছে।
ওই এলাকায় গতকাল, ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভের বিয়ে হয়েছে শীতলপুর গ্রামের বাসিন্দা রিঙ্কির সঙ্গে। প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল শুক্রবার রাতে। আত্মীয় স্বজনদের পাশাপাশি গ্রামের মানুষও বউভাতের নিমন্ত্রিত ছিলেন। মেয়ের বাড়ি থেকেও লোকজন আসেন। জানা গেছে, খাওয়া-দাওয়ার পরে রাত থেকে অসুস্থ হয়ে পড়তে থাকেন অনেকেই। প্রত্যেকেরই পেট ব্যথা-বমি-পায়খানার উপসর্গ। শুক্রবার ছিল বউভাতের অনুষ্ঠান। সেখানে প্রায় ৫০০ জন আমন্ত্রিত ছিলেন। যার মধ্যে প্রায় ১০০ জন খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজন কনেযাত্রী ও শিশুও রয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, রাতেই অসুস্থদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার ব্যবস্থা চলছে।