দেশ

কানপুরে ভস্মীভূত প্রায় ৫০০টি দোকান

ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ৫০০টি দোকান। রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ৷ স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ৷ এই এলাকায় পরপর বেশ কয়েকটি বাণিজ্যিক বহুতল রয়েছে ৷ তাতে রয়েছে অসংখ্য দোকান ৷ সেই বহুতলগুলির একটিতেই প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে বাকিগুলিতে ৷ এই ঘটনায় অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ সূত্রের খবর অধিকাংশ দোকানেই প্রচুর পরিমাণে দাহ্য পণ্য মজুত করে রাখা ছিল ৷ এবং দোকানগুলিও একেবারেই পরস্পরের সঙ্গে ঘেঁষে রয়েছে ৷ ফলে অত্যন্ত দ্রুত সেই আগুন প্রথম বহুতলের সর্বত্র ছড়িয়ে পড়ে ৷ তারপর তা অন্য বহুতলগুলিকেও গ্রাস করে ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বহুতল ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ৷ যে বহুতলে আগুন লেগেছিল সেটির নাম আফাক রসুল টাওয়ার ৷ সেখান থেকে আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পাশের মকসুদ কমপ্লেক্স হামরাজ কমপ্লেক্স এবং নফিস টাওয়ারে ৷ এই চারটি বাণিজ্যিক বহুতলে সব মিলিয়ে প্রায় ৫০০টি দোকান রয়েছে ৷ সেগুলি সবই পুড়ে ছাড়খাড় হয়ে যায় ৷ সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন অগ্নিকাণ্ডের সময় এই এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল ৷ তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহরের যুগ্ম পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা আনন্দ প্রকাশ তিওয়ারি ৷