দেশ

এই বছরই ৫জি পরিষেবা শুরু

এই বছরই ৫জি পরিষেবা শুরু হতে চলেছে। টেলিকম পরিষেবাকে আরও গতিশীল করতে বাজেট ২০২২-এ কেন্দ্রের এই সিদ্ধান্ত। টেলিকম পরিষেবা অতিমারি উত্তর পর্বে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্প্রেকটাম নিলামকে কেন্দ্র করে গত ইউপিএ সরকারকে একাধিক সময় বিতর্কে পড়তে হয়েছে। অতিমারি পরবর্তী পর্বে অর্থনীতির চাকা ঘোরাতে সেই টেলিকমকেই হাতিয়ার করল সরকার। ২০২৫ সালের মধ্যে গ্রামের প্রত্যন্ত এলাকায় অপটিকাল ফাইবার বসানোর চিন্তাভাবনা কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিকে আরও গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একদিকে যেমন ডিজিটাল রূপির কথা বলেছেন, অন্যদিকে গ্রাম বাংলায় ব্রডব্যান্ড পরিষেবার কথা বলেছেন। গ্রামের প্রত্যন্ত এলাকায় ৫জি পরিষেবা চালু করে কৃষকদের ডিজিটালি উন্নত করার বার্তা দিয়েছেন নির্মলা। কৃষকদের নানা নথি ডিজিটালি নথিভুক্ত করার কথা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন কৃষকরা এই সরকারের বন্ধু।