দেশ

বিহারে বিষাক্ত মদ পান করে মৃত ৬, আটক ৬

বিহারের পশ্চিম চম্পারণ জেলার লৌরিয়া ব্লকের গ্রামে গত ২ দিনে ৬ জন মারা গিয়েছেন বিষাক্ত মদ পানের ফলে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, পুলিশ ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷ আর ওই জেলার নারকাটিগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০০০ লিটার বিষাক্ত মদ নষ্ট করে দিয়েছে পুলিশ ৷ রাজধানী পটনা থেকে একটি তদন্তকারী দল সেখানে পৌঁছেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি জানার জন্য ৷ লৌরিয়ার বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা নিশ্চিত যে এই মৃত্যু বিষাক্ত মদ পানের ফলে হয়েছে ৷ এদিকে এলাকার ডিএসপি সাদ্দাম হুসেন দাবি করেছেন যে গোপন সূত্রে খবর পেয়ে বহু জায়গায় বেআইনি বিষাক্ত মদ নষ্ট করে দেওয়া হয়েছে ৷ এমনকি মদ-মাফিয়াদের গ্রেফতার করার জন্য অপারেশন শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন সাদ্দাম ৷ পশ্চিম চম্পারণের জেলাশাসক আর বেতিয়ার পুলিশ সুপার এলাকার মানুষদের অনুরোধ করেছেন, কোথাও কারওর মধ্যে বিষাক্ত মদ পানের ফলে অসুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলে, যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে খবর দিতে, যাতে তাঁকে সুস্থ করা যায় ৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী রেনু দেবী বলেন, “তদন্ত চলছে ৷ আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখছে ৷ আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি ৷”