করোনার নতুন প্রজাতি নিয়ে চাপে গোটা দুনিয়া। ব্রিটেনেই প্রথম মিলেছে বলে সেদেশ থেকে উড়ান নিষিদ্ধ করেছে বহু দেশ। সোমবার রাতেই লন্ডন থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান নেমেছে দিল্লিতে। তাতে সওয়ার ছ’ জনের করোনা রিপোর্ট পজিটিভ। তাঁদের শরীরে মেলা করোনা ভাইরাস নতুন প্রজাতির কিনা, চলছে পরীক্ষা। জারি হয়েছে নতুন কোভিড বিধি। এদিন সকালে দিল্লিতে ব্রিটিশ এয়ারওয়েজ–এর একটি বিমান নেমেছে। সেই বিমানের যাত্রীদের পরীক্ষা চলছে। ভারতও ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ নিষিদ্ধ করেছে। তবে বুধবার থেকে। নিষেধাজ্ঞা জারি থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তার আগে ব্রিটেন থেকে আসা সমস্ত যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। যাঁদের শরীরে করোনার নতুন প্রজাতি মিলবে, তাঁদের আলাদাভাবে আইসোলেশনে রাখা হবে।
দিল্লি বিমানবন্দরে এই পরীক্ষার বিষয়টি তত্ত্বাবধান করবেন সরকারি অফিসার অবনীশ কুমার। তিনি জানালেন, ব্রিটেন ফেরত আক্রান্ত যাত্রীদের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলেছে কিনা জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তা নির্ধারণ করবে।
এই ছ’জনের মধ্যে দু’জন কানেকটিং বিমান ধরে কলকাতায় নেমেছেন। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। আর এক জন কানেকটিং বিমান ধরে চেন্নাই গেছেন। সেখানে তাঁর করোনা ধরা পড়েছে। তাঁর লালারসের নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজিতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণন জানালেন, রিপোর্ট এলে বোঝা যাবে ওই ব্যক্তি করোনার নতুন প্রজাতি দ্বারা আক্রান্ত কিনা।