দেশ

রায়পুর স্টেশনে আধা সামরিক বাহিনীর বিশেষ ট্রেনে বিস্ফোরণ, আহত ৬ জওয়ান

আজ সকাল ৬টা ৩০মিনিট নাগাদ রায়পুর স্টেশনে দাঁড়িয়ে থাকা সিআরপিএফয়ের একটি বিশেষ ট্রেনে আচমকা  বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ৬ জন জওয়ান আহত হয়েছেন। তার মধ্যে একজনের আঘাত গুরুতর। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। সিআরপিএফয়ের তিন কোম্পানি জওয়ান নিয়ে ট্রেনটি ওড়িশার ঝাড়সুগদা থেকে জম্মু যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনটিতে বাহিনীর সঙ্গে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ছিল। একটি কামরা থেকে আর একটি কামরায় নিয়ে তা নিয়ে যাওয়ার সময় শৌচালয়ের কাছে বিস্ফোরণ ঘটে। মনে করা হচ্ছে, টানাহ্যাঁচড়ার সময় ডেটোনেটর ফেটেই বিপত্তি। বিশেষ ট্রেনে সিআরপিএফয়ের ২১১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সফর করছিলেন। মালপত্র স্থানান্তরের সময় এক জওয়ানের হাত থেকে ‘ইগনাইটর সেট’ ও ‘এস ডি কার্তুজ’–এর একটি বাক্স পড়ে যায়। আর তার ফলেই ঘটে বিস্ফোরণ। আহত জওয়ানদের মধ্যে আছেন, চবন বিকাশ লক্ষণ, রমেশ লাল, রবীন্দ্র কর, সুশীল, দিনেশ কুমার পেকরা। বিস্ফোরণের জেরে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর অবশেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। প্রশ্ন উঠছে বিস্ফোরণ নিয়ে যাওয়ার পদ্ধতি নিয়েও। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পরে রেল রক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেল পুলিশের (জিআরপি) আধিকারিকরা স্টেশনে পৌঁছন। রায়পুর শহর থেকে স্টেশনে পৌঁছন সিআরপিএফ–এর এক ডিআইজি। ফরেনসিক বিশেষজ্ঞ দলও ঘটনাস্থলে যায়।