কলকাতা: করোনার থাবা এবার ইডি দফতরেও। সম্প্রতি ইডি-র ৬ জন আধিকারিক কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বলে খবর। এই খবর পাওয়ার পরেই ইডি-র হেড-কোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি হেড-কোয়ার্টারে কর্মরত এক জুনিয়র র্যাঙ্কের অফিসারের করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি কেন্দ্রীয় আধাসেনা থেকে ইডি দফতরে ডেপুটেশনে যোগ দিয়েছিলেন। তার পরেই তাঁর সংস্পর্শে আসা আধিকারিকদের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে শুক্রবার আরও পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে।