জেলা

জেলায় নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হলেন ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। তিনি এর আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এডিশনাল ডিরেক্টর ছিলেন। ইতিপূর্বে তিনি অবিভক্ত মেদিনীপুর জেলায় উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব সামলেছেন। এতদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন ডাঃ গিরীশ চন্দ্র বেরা। তিনি আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হয়েছেন। প্রায় সাত বছর এই জেলার দায়িত্বে ছিলেন তিনি। শনিবার ডাঃ বেরা ডাঃ মন্ডলকে দায়িত্ব হস্তান্তর করেন।