শেষমেষ রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জট কাটল। রাজ্যের দেওয়া ৬ উপাচার্যের নামেই সিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৪টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে উপাচার্য নিয়োগ করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন সেই কথা। তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এসবের পাশাপাশি প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত যে সার্চ কমিটির প্যানেল গঠন করে দিয়েছিলেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আইনি এক্তিয়ারের মধ্যে যেভাবে উপাচার্য নিয়োগের বিষয়ে তালিকা তৈরিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবং সবশেষে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল তাঁর ভূমিকাও এক্ষেত্রে অনস্বীকার্য বলে লিখেছেন শিক্ষামন্ত্রী। ৩৪ টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের কার্যকালের মেয়াদ চার বছর করে জানানো হয়েছে। সূত্রের খবর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর কল্লোল পাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন শংকর কুমার নাথ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর রুপ কুমার বর্মন, রানী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর অমিত কুমার পান্ডা, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডক্টর প্রবীর কুমার চক্রবর্তী।