মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছয় বছরের শিশুর। বুধবার মুর্শিদাবাদের নওদা থানার পিপড়েখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম হাসিম সরকার। তার বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার বিকেলে মায়ের সঙ্গে পিপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল ওই শিশু। তার মা ব্যাঙ্কে কাজ করছিল, সেই সময় ওই শিশু একাই রাস্তা পারাপার করে। তখনই অপর দিক থেকে আসা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই শিশু। এই ঘটনায় গুরুতর জখম হলে তড়িঘড়ি সাংসদ নিজের গাড়িতে করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় হাসিম সরকারের