কলকাতা

বাতিল ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রীর

রাজ্যে প্রায় ৬২.২৪ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে । তবে এই বিপুলসংখ্যক গ্রাহকের রেশন কার্ড বৈধ হলে অথবা আইনত রেশন পাওয়ার স্বীকৃতি থাকলে তাঁরা পুনরায় তাদের রেশন কার্ড রি-অ্যাক্টিভ করতে পারবেন । বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা খাদ্যমন্ত্রীর ৷ প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “৬২.২৪ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে ‌। রাজ্যে রেশন কার্ড রয়েছে ৮ কোটি ৯৭ লক্ষ।” এদিন খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমি রেশন কার্ডগুলিকে বাতিল বলব না । ৬২.২৪ লক্ষ রেশন কার্ড ডি-অ্যাকটিভ করা হয়েছে। যাদের মৃত্যু হয়েছে, যাঁরা স্বেচ্ছায় রেশন নিতে চান না এবং যে সমস্ত রেশন কার্ড থেকে দীর্ঘদিন রেশন নেন না গ্রাহকরা, সেইরকম ৬২.২৪ লক্ষ রেশন কার্ড ডি-অ্যাকটিভ করা হয়েছে । তবে এর মধ্যে যে সমস্ত গ্রাহকরা তাঁদের কার্ড অ্যাকটিভ করতে চান তাঁরা নিয়ম অনুযায়ী আবেদন করলেই ৬০ দিনের মধ্যে পুনরায় রেশন কার্ড চালু হয়ে যাবে। একইভাবে নতুন রেশন কার্ডের আবেদন করলে সেটিও দু’মাসের মধ্যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। গোটা প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হচ্ছে । যে কেউ উপযুক্ত নথি দিলেই রেশন কার্ড তৈরি হয়ে যাবে ৷”