বিদেশ

 মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প, মৃত ৬৫০, নিখোঁজ বহু

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উদ্ধারকারী দল যত ভিতরে যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হল, ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৬০০ ছাড়িয়ে গেল। তুরস্ক, সিরিয়ার মত ভূমিকম্পের উদ্ধারকাজে রাষ্ট্রসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য চাইতে পারে মরক্কো। দেশটির বিভিন্ন হাসপাতালে ভূমিকম্পে জখম অন্তত দু হাজার মানুষ ভর্তি আছে বলে খবর। রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মরক্কোর একাংশ। মরক্কোর স্থানীয় সময় রাত ১১ টা বেজে ১১ মিনিটেই অনুভূত হয় ওই কম্পন। এর মিনিট ২০ পর মিনিট পর আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে আফটার শকের মাত্রা ছিল ৪.৯। মরক্কোর স্বরাষ্টমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৩০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন হাজার জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

https://twitter.com/i/status/1700409170875515010