ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো এবং পুলিশের যৌথ অভিযান মিলল বড়সড় সাফল্য। উদ্ধার হল হাতির দুটি দাঁত। এক ব্যক্তি ওই হাতির দুটি দাঁতকে বিক্রি চেষ্টা করছিল। পাচার চক্রের পর্দাফাঁস করতে গিয়ে পুলিশের জালে উঠে এল কলকাতা সহ জেলার সাত জন অভিযুক্ত। জানাগেছে, বাগুইআটির জ্যাংড়া এলাকার এক ব্যক্তি হাতির দাঁত বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন। সূত্র মারফত এর খবর পায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো। হাতির দাঁতের ক্রেতা সেজে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। ৩০ লক্ষ টাকায় হাতির দাঁত কেনার জন্য চুক্তি হয়। এরপর, বাগুইআটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয় ওই ব্যক্তির বাড়িতে। উদ্ধার হয় হাতির দুটি দাঁত।পাচার চক্রের পর্দাফাঁস করতে গিয়ে পুলিশের জালে উঠে এল কলকাতা সহ জেলার সাত জন অভিযুক্ত। জানাগেছে, বাগুইআটির জ্যাংড়া এলাকার এক ব্যক্তি হাতির দাঁত বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন। সূত্র মারফত এর খবর পায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো। হাতির দাঁতের ক্রেতা সেজে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। ৩০ লক্ষ টাকায় হাতির দাঁত কেনার জন্য চুক্তি হয়। এরপর, বাগুইআটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালানো হয় ওই ব্যক্তির বাড়িতে। উদ্ধার হয় হাতির দুটি দাঁত।