জেলা

চন্দননগরে প্রায় ৫০ জন কর্মী নিয়ে ভোটের প্রচারের অভিযোগে বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস সহ গ্রেপ্তার ৭

ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার হয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস ৷ কোভিডবিধি না মানায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী ৷ আর তাঁর পিছনে হাঁটছে অন্তত জনা পঞ্চাশ নেতা, কর্মী ! রাজ্যে করোনা পরিস্থিতি বিচার করে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে ৷ যেখানে বলা হয়েছে, বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী সহ পাঁচজন থাকতে পারবে ৷ অথচ সেই নির্দেশকে অমান্য করে প্রচারে নেমেছিলেন চন্দননগরের 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যা দাস ৷ সঙ্গে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও যুবমোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বেশ একাধিক নেতা কর্মীরা। খবর পেয়ে তাদের আটকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্যদের বচসা শুরু হয় ৷ বিজেপি নেতৃত্বের বক্তব্য, গঙ্গাসাগরের মেলা রমরমিয়ে চলছে ৷ সেটা আগে বন্ধ করুক সরকার । বিজেপি নেতা কর্মীরা স্লোগান তুলে বিক্ষোভ দেখায় ৷ এরপর প্রার্থী সহ মোট সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷