দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতির জেরে সাসপেন্ড ৭ পুলিশ অফিসার

২০২২ সালের ৫ জানুয়ারি। এক বিরল দৃশ্য দেখে দেশ। পাঞ্জাবে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময়ে এক উড়ালপুলে প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কনভয়কে টানা ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। মূলত তিন কৃষি আইনের প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকেরা। যার ফলে প্রধানমন্ত্রীকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। এতে নিরাপত্তায় বিঘ্ন ঘটে। যাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। সেই ঘটনার জেরে অবশেষে পদক্ষেপ নিল পঞ্জাব সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতির জেরে সাতজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে বর্তমান আপ সরকার। সাত পুলিস আধিকারিকের মধ্যে রয়েছেন, ভাটিন্ডার পুলিস সুপার গুরবিন্দর সিং, ডিএসপি পারসন সিং, ডিএসপি জগদীশ কুমার, ইন্সপেক্টর তেজিন্দর সিং, ইন্সপেক্টর বলবিন্দর সিং, ইন্সপেক্টর যতীন্দর সিং এবং এএসআই রাকেশ কুমার। এই পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পাঞ্জাব সরকারের স্বরাষ্ট্র দপ্তর। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি থাকার জন্য সেই সময় পাঞ্জাবের কংগ্রেস সরকারকে বিঁধে ছিল বিজেপি। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আসে। এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করে শীর্ষ আদালত। সেই কমিটির তরফে কয়েকজনকে অফিসারকে অভিযুক্ত করা হয়