গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৯ হাজার ১৯৫ জন। দেশে বর্তমানে ৭৭ হাজার ২ জনের চিকিৎসা চলছে। মোট করোনা আক্রান্তের মধ্যে ৭৮১ জন ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। মহারাষ্ট্র, দিল্লি, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, গুজরাত, কেরল, রাজস্থান, হরিয়ানা, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, চন্ডিগড়, লাদাখ, উত্তরাখণ্ড – দেশের মোট ১৭টি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহামারি বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ফেব্রুয়ারি মাসে ওমিক্রন সংক্রমণের চূড়ান্ত রূপ দেখা যাবে। তবে তা মাত্র একমাসই স্থায়ী হবে বলেও অনুমান করছেন তাঁরা।
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/dYfu0FWNzn pic.twitter.com/AKP7K4buOn
— Ministry of Health (@MoHFW_INDIA) December 29, 2021