দেশ

ফের ৪% ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরঃ সূত্র

সূত্রের খবর, বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। ৪ শতাংশ বাড়লে বর্তমান ৩৮ শতাংশ থেকে ডিএ বেড়ে হবে ৪২ শতাংশ। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা প্রতি মাসে লেবার ব্যুরো দ্বারা প্রকাশিত সর্বশেষ উপভোক্তা মূল্য সূচক (CPI-IW) এর ভিত্তিতে তৈরি করা হয়। শ্রম ব্যুরো শ্রম মন্ত্রকের একটি শাখা। সূত্রের খবর, ডিএ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দোলের উপহার দিতে পারে কেন্দ্র। মার্চের প্রথম সপ্তাহেই বর্ধিত মহার্ঘ ভাতার ঘোষণা করা হতে পারে।