জেলা

‘অকারণে কাদা ছোঁড়া হচ্ছে’, নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী

জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, তৃণমূল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বড় অংশের পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মচারী, আশ্রমিক, প্রাক্তনী এবং রাজ্যবাসী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিজেপির মতের উল্টো পথে আগেই হেঁটেছেন পদ্মশিবিরের নেতা অনুপম হাজরা। এবার নোবেলজয়ীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বিতর্কিত ১৩ ডেসিমেল জায়গা প্রবীণ অর্থনীতিবিদের। এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও বিএলআরও। বিজেপি নেতা অনুপম হাজরা বলেছিলেন, উপাচার্য নিজেকে বিজেপি ঘেঁষা প্রমাণ করতে এসব করছেন। যার কাজের জন্য সমালোচিত হচ্ছেন আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নোবেলজয়ীর ছাত্র ও বিজেপি বিধায়ক অশোক বলেন, ‘ওঁ আমার শিক্ষক। ওঁকে নিয়ে অযথা কাদা ছোঁড়াছুঁড়ি হচ্ছে। যা কাম্য নয়’। অনুপমের পরে অশোকের এই মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি শিবির। উল্লেখ্য, উপাচার্যের বিরুদ্ধে এর আগেও তোপ দেগেছেন পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক, কর্মচারি থেকে প্রাক্তনীরা। তাঁর বিরুদ্ধে বারবার উঠেছে স্বেচ্ছাচারিতার অভিযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি উপাচার্যের বিরুদ্ধে চিঠি দেবেন প্রধানমন্ত্রীকে।