দেশ

সূত্রঃ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে ডিএ মিলবে ৫৫ শতাংশ!

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বাম্পার সুখবর। ২০২৪ সালের জুলাই মাসে আবারও কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়তে চলেছে। সম্ভবত এই ভাতা বৃদ্ধি করা হবে অগাস্ট মাসে, কিন্তু তা লাগু হবে জুলাই মাস থেকেই। আসলে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। ১ জানুয়ারি থেকে প্রথম দফার মহার্ঘ ভাতা আগেই কার্যকর হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ভাতার অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। প্রথম দফাতে মোদি সরকার কেন্দ্রের কর্মীদের ৪ শতাংশ করে ডিএ ঘোষণা করেছিল। যার কারণে ডিএ বর্তমানে বেড়ে হয়েছে ৫০ শতাংশ। এবার দেখার দ্বিতীয় দফায় সরকার কতটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। ডিএ বৃদ্ধি নির্ভর করে মুদ্রাস্ফীতির উপর। এখন পর্যন্ত মুদ্রাস্ফীতির যে ট্র্য়াক রেকর্ড রয়েছে, তাতে মনে করা হচ্ছে কেন্দ্র কর্মীদের ৪ থেকে ৫ শতাংশ ডিএ দিতে পারে। অগাস্ট- সেপ্টেম্বরে এই ঘোষণা এলেও তা কার্যকর কিন্তু হবে ১ জুলাই থেকেই। যদি আগের বছরের রেকর্ড দেখা হয়, সরকার সেপ্টেম্বরের মধ্যে ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে। আবার ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪ শতাংশ হওয়ার বদলে শুধুমাত্র ৪ শতাংশেরও পৌঁছতে পারে। এক্ষেত্রে সবার আগে ৫০ শতাংশ মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে। কারণ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৫০ শতাংশ হয়ে গেলে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়। সেক্ষেত্রে ডিএ শুধুমাত্র ৪ শতাংশেই আটকে থাকবে। তবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ৫ শতাংশও হতে পারে বলে জানা গিয়েছে।