উত্তরপ্রদেশের আগ্রার হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত ৮ করোনা রোগী !
দেশ

উত্তরপ্রদেশের আগ্রার হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত ৮ করোনা রোগী !

৩দিন আগেই যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের কোনও অভাব নেই। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দিল আগ্রার হাসপাতালের ঘটনা। মেরঠের পর এবার আগ্রা। আর সেই অক্সিজেনের অভাব। যে কারণে আগ্রার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৮ জন করোনা রোগী! স্থানীয় সূত্রে খবর, গতকাল থেকেই আগ্রার পরস হাসপাতালে গতকাল অক্সিজেনের অভাব দেখা যায়। আর ঠিক তখনই গুরুতর অসুস্থ ৮ জন করোনা রোগী অক্সিজেনের অভাবে মারা যান। এমনকী, সরকারের তরফে যাই বলা হোক, হাসপাতালের তরফেও অক্সিজেন ঘাটতির কারণে মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে।