নাইজেরিয়ায় ভেঙে পড়ল একটি ৩তলা বাড়ি। ৩তলা বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে নাইজেরিয়ার লাগোস শহর। পাশাপাশি এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েই মৃত্যু হয় ৮ জনের। ৮ জনের মৃত্যুর পাশাপাশি ২৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়ে জোরদার তল্লাশি শুরু হয়েছে।