কলকাতা

ত্রিধারা সম্মিলনীর দুর্গা মন্ডপে বিশৃঙ্খলা তৈরি অভিযোগে ধৃত ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত । বৃহস্পতিবার বিকেলে হাজির করানো হল আলিপুর আদালতে। আন্দোলনকারীরাও আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ধৃত ৯ জনের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বুধবার দক্ষিণ কলকাতার একটি বড় পুজো মণ্ডপে কিছু মানুষ ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। উৎসবের মধ্যেই পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেন। উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে মণ্ডপে ঢুকে স্লোগান দিতে থাকেন। পুলিশ নয় জনকে গ্রেফতার কর হয়। এরপরই ষষ্ঠীর রাতে লালবাজার সামনে বিক্ষোভ দেখান। এদিন ধৃতদের আদালতে তোলার সময়ও আলিপুরে জুনিয়র ডাক্তাররা জমায়েত হন। বিক্ষোভ দেখান। ধৃতদের বিরুদ্ধে বেআইনিভাবে জমায়েত, সরকারি কর্মচারীদের ওপর হামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত ৯ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুর আদালত।