গুজরাতে বাস ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। আহত হয়েছেন ২৮ জন। শনিবার ভোরে নাভসোরি জেলায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে বাসটি আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কের ওপর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বাসের চালক। এর জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর। অন্যদিকে বাসের চালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যেতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়। পরে ক্রেন নিয়ে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়।