নেপালের পশ্চিমাংশে ভয়াবহ ধসে একই পরিবারের পাঁচজন সহ মৃত্যু হয়েছে নয় জনের। নেপালের ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাইয়ে জানিয়েছেন, কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ধসের সময় একই পরিবারের পাঁচ সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন। তার মধ্যে দুটি শিশুও রয়েছে। পার্শ্ববর্তী স্যাংজা জেলাতেও এক মহিলা এবং তার তিন বছরের কন্যা সন্তান ধসের কারণে মারা গেছে। গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলাতেও দুজন নিহত হয়েছেন। জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষা শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।