দেশ

রাজস্থানে ৯০ কংগ্রেস বিধায়কের ইস্তফা, সংকটে দল

 বদলে গেল রাজস্থানের রাজনীতি। সচিন পাইলট পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, খবর পেয়েই কংগ্রেসের প্রায় ৯০ জন বিধায়ক বেঁকে বসেছেন। তাঁরা গণইস্তফা দেন রাতে। বিদ্রোহী বিধায়কদের সাফ বক্তব্য, পাইলটকে মুখ্যমন্ত্রী হিসেবে মানা যাবে না। তাঁরা স্পিকার সি পি জোশির বাড়িতে যান। তার আগে ক্যাবিনেট মন্ত্রী শান্তি ধারিওয়ালের বাড়িতে বৈঠক হয়। স্পিকারের বাড়ি থেকে বিদ্রোহীরা দল বেঁধে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি গিয়েছেন রাতেই। গেহলট বলেছেন, আমার হাতে কিছুইনেই। কংগ্রেস হাই কমান্ড গেহলট এবং পাইলটকে দিল্লি ডেকে পাঠিয়েছেন। মল্লিকার্জুন খড়্গে এবং অজয় মাকেনকেও দিল্লিতে চলে আসতে বলা হয়েছে। সব মিলিয়ে কংগ্রেস সভাপতি নির্বাচনের আগে এবং ভারত জোড়ো যাত্রা চলাকালীন দল এক চরম সংকটে পড়ল। সভাপতি নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। ২০২০ সালে গোষ্ঠী কোন্দলে সরকার যখন টলমল করছিল, তখন বিজেপির এক বিধায়ক গেহলটকে সমর্থন করেছিলেন। আজ সন্ধ্যায় তাঁকেও ধারিওয়ালের বাড়িতে দেখা গিয়েছে। অথচ আজ সকালটা ছিল অন্যরকম। অশোক গেহলট মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। সচিন পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এটাই ধরে নেওয়া হয়েছিল। সন্ধ্যায় বিধায়কদের বৈঠকও ডাকা হয়। এআইসিসির দুই পর্যবেক্ষক খড়্গে এবং মাকেন জয়পুরে চলে আসেন। কিন্তু ভিতরে ভিতরে যে গেহলট অন্য খেলা খেলছেন, তা বেলা পর্যন্ত টের পাওয়া যায়নি।