বিনোদন

শাহরুখের পাঠানের ধাক্কায় ধরাশায়ী কেজিএফ-২, মাত্র ১৫ দিনেই বিশ্বব্যাপী আয় ৯০০ কোটি

শাহরুখের পাঠান গত ২৫ জানুয়ারি তিনটি ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির ১৫ তম দিনে পাঠান দেশে আয় করেছে ৫১০ কোটি। পাঠান ইতিমধ্যেই কেজিএফ: চ্যাপ্টার ২-এর হিন্দি বাজারে ৪৩৪ কোটির রেকর্ড ভেঙেছে। এদিকে পাঠান বলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হওয়ার যাত্রাতেও বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও সলমন খানের টাইগার জিন্দা হ্যায় (৩৩৭ কোটি রুপি), আমির খানের দঙ্গলকে (৩৮৭ কোটি রুপি), এসএস রাজামৌলির বাহুবলী ২-সব বক্সঅফিস কালেকশনের উর্ধে এখন গোটা দেশ জুড়ে পাঠানের সাফল্য। বিশ্বব্যাপী, পাঠানের আয় প্রায় ৮৭৫ কোটি অতিক্রম করেছে। ইতিমধ্যেই পাঠান মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় RRR-এর ১৪ মিলিয়ন ডলার (১১৫ কোটি টাকা) রেকর্ডও অতিক্রম করেছে। তৃতীয় সপ্তাহান্তে পাঠান ৯০০ কোটি অতিক্রম করবে বলে অনুমান বলিউডের চলচ্চিত্র বিশ্লেষকদের। পাঠানের বিস্ময়কর সাফল্য বলিউডকে পুনরুজ্জীবিত করেছে, কারণ ২০২২ সালে বলিউডের সাফল্যেতা রীতিমতো তলানিতে ঠেকেছিল। অন্যদিকে, বয়কটের ফাঁদে পড়ে আমির খানের চার বছর পর প্রত্যাবর্তিত ছবি লাল সিং চাড্ডাও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল, যে ছবিটি তৈরি করতে আমির খানের তিনি বছর সময় লেগেছিল। পাশাপাশি অক্ষয় কুমারের বেশ কয়েকটি চলচ্চিত্র ২০২২ সালে সফলতা দিতে পারেনি বলিউডকে।