কলকাতায় আরও নামল পারদ। ১৮ ডিগ্রির ঘরে ঠেকল তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি। অর্থাৎ, রবিবার ফের খানিকটা নামল পারদ। পরিষ্কার আকাশের সঙ্গে শুকনো আবহাওয়া, এর জেরেই তাপমাত্রা আরও নামতে পারে। এদিকে রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তার জেরে পারদ নামছে প্রতিটি জেলাতেই। তবে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত শীতের আগমন কবে হবে তা ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া শুকনো থাকবে। হালকা কুয়াশাও থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে। কিন্তু বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে। এদিকে ৯ নভেম্বর বাংলার উপকূল থেকে বেশ খানিকটা দূরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে উত্তুরে হাওয়ার দাপট কমতে পারে বলে খবর।