বিনোদন

ফের ওয়াংখেড়েকে নিশানা নবাব মালিকের, মহারাষ্ট্রের মন্ত্রীকে আদালতে যেতে বলল এনসিবি

আরিয়ান খান মাদক মামলাটি তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের হাত থেকে চলে গিয়েছে দিল্লির এনসিবি টিমের কাছে৷ তার পরেও এনসিবি-র জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে ফোঁস করা বন্ধ করছেন না মহারাষ্ট্রের মন্ত্রী ও প্রবীণ এনসিপি নেতা নবাব মালিক৷ রবিবার মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলন থেকে নবাব মালিক আবারও অভিযোগ করেন, এটা কোনও মাদক মামলাই নয়৷ বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ছক কষা হয়েছিল৷ তাঁর দাবি, আরিয়ান প্রমোদতরীর পার্টির জন্য কোনও টিকিট কাটেননি৷ প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালা তাঁকে প্রমোদতরীতে নিয়ে গিয়েছিল৷ যদিও এনসিপি নেতার এই দাবি উড়িয়ে দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ পাল্টা মহারাষ্ট্রের মন্ত্রীর কাছে তাঁর অভিযোগের প্রমাণ চেয়েছে এনসিবি৷ কেন্দ্রীয় এজেন্সির এক সিনিয়র অফিসার জানিয়েছেন, রোজ রোজ (সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে) অভিযোগ না দেগে তিনি আদালতে যেতে পারেন তো৷ না হলে তিনি যা যা অভিযোগ করছেন তার স্বপক্ষে প্রমাণ দিক৷