শনিবারই তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ পাল্টা অবশ্য দিলীপকে অর্ধ শিক্ষিত বলে আক্রমণ করেছেন তথাগত রায়। শুধু তাই নয়, দল ছাড়তে পারলে অনেকের অনেক গোপন কীর্তিই তিনি ফাঁস করে দেবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন তথাগত। এবার পাল্টা পালা দিলীপ ঘোষের। তথাগতর ‘অর্ধশিক্ষিত’ মন্তব্যের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ ঢাল করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে তথাগত রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ জবাব দেন, ”এসব যারা বলেন, তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথ প্রথাগত ভাবে খুব বেশী পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। তাঁদের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি।” এরপরই দিলীপের সংযোজন, ”এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।” মেদিনীপুরের বিজেপি সাংসদের এহেন বক্তব্যে তীব্র নিন্দা করেছে তৃণমূল শিবির। কটাক্ষ করতে বাদ রাখেননি নেটিজনেরাও।