জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কলকাতার বিভিন্ন পুজো কমিটিকে আয়কর দপ্তরের তলব করার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। নবান্নে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আয়কর বিভাগকে দিয়ে অযথা পুজো কমিটিগুলিকে হেনস্তা করা হচ্ছে৷ দুর্গাপুজো উৎসব, ব্যবসা নয়৷ মানুষ ভালোবেসে পুজোর চাঁদা দেন, সেখানে করের প্রসঙ্গ থাকবে কেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নাম না করে কেন্দ্রের শাসক দল বিজেপিকেও আক্রমণ করেন। তিনি বলেন ভোটের আগে মুখে হিন্দুত্ববাদের কথা বলা হলেও ভোটের পর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে৷ এটা মেনে নেওয়া
যায় না। তিনি এও বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলি প্রচুর টাকা খরচ করে। সেক্ষেত্রে দলীয় তহবিলে যে অর্থ আসে, তাতে আয়কর দপ্তরের ’৮০ জি’ ধারায় ছাড় পাওয়া যায়। যাঁরা দলীয় তহবিলে টাকা দেন, তাঁরা এই সুবিধা পান। পুজোগুলির ক্ষেত্রেও সেই ধারায় আয়কর ছাড় থাকা উচিত।সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের মানুষের স্বাধীনতা রয়েছে, অধিকার রয়েছে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করার। আয়কর দপ্তর যেভাবে পুজো কমিটিগুলিকে হেনস্থা করছে, তাতে আমি দুঃখিত ও মর্মাহত। উত্সব উত্সবই।’