আজ ইডেনে ভারত-নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের জন্য অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেল। মূলত ম্যাচ ফেরত দর্শকদের বাড়ি ফেরা নিশ্চিত করতেই রেলের এই উদ্যোগ। হাওড়া থেকে বর্ধমান লাইনে দু’টি ট্রেন ছাড়বে। পাশাপাশি আজ বেশি রাতের দিকে সচল থাকবে চক্ররেলও। ইডেন লাগোয়া প্রিন্সেপ ঘাট এবং বিবাদি বাগ স্টেশন থেকে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। পূর্ব রেলের তরফে জানান হয়েছে, হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে ট্রেনটি আজ রাত সাড়ে ১২টায় ছাড়বে। ১২টা ৫২ মিনিটে সেটি ডানকুনি ঢুকবে। বর্ধমানে পৌঁছবে রাত ২টো ৪০ মিনিটে। অন্য ট্রেনটি হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান যাবে। সেটিও রাত সাড়ে ১২টায় ছাড়বে। রাত ১টা ২৯ মিনিটে ব্যান্ডেল স্টেশন পৌঁছবে। বর্ধমান পৌঁছবে রাত ২টো ৫০ মিনিটে। একই সঙ্গে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে রাত ১১টায় প্রথম ট্রেনটি বারাসতের উদ্দেশে রওনা দেবে। তা গন্তব্যে পৌঁছবে ১২টা ১৫ মিনিটে। অন্য ট্রেনটি বিবাদি বাগ স্টেশন থেকে বারুইপুরের উদ্দেশে রওনা দেবে। রাত ১০টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে বারুইপুর স্টেশনে সেটি ঢুকবে রাত ১২টা ৫ মিনিটে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের তরফেও ক্রিকেট প্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ হাওড়া-পাঁশকুড়া লোকাল রাত ১০টা ২৫ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। একইভাবে কলকাতা মেট্রো রেলও আজ রাতের দিকে স্পেশাল দুটি রেক চালাবে। রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দিকে বিশেষ জোড়া মেট্রো পরিষেবা পাবেন ইডেন ফেরত দর্শকরা।