আগামী ২৫ নভেম্বরই হচ্ছে ত্রিপুরায় পুরভোট। জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ‘নির্বাচন স্থগিত রাখা গণতন্ত্রে চরম সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত বিরূপ নজির তৈরি করবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।’ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বিক্রম নাথের দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। এই প্রথমবার সেই রাজ্যে পুর নির্বাচনে লড়াই করছে তৃণমূল। প্রচারে গিয়ে একাধিকবার হামলার মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ উঠেছে। গ্রেপ্তারও হয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। এমন পরিস্থিতিতে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু তাঁদের সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।