সম্প্রতি এয়ারটেলের প্রপেড রিচার্জ প্ল্যানের খরচ বেড়েছে। ভারতী এয়ারটেলের এই ঘোষণার পরই সেই দলে নাম লিখিয়েছে ভোডাফোন-আইডিয়া। এই টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দামও বেড়েছে । ২৬ নভেম্বর, ২০২১ থেকেই এই বাড়তি দামের টারিফ কার্যকর হচ্ছে ৷
আনলিমিটেড কলিং প্ল্যান- ২৮ দিনের মেয়াদ –
১৪৯ দিনের প্ল্যানেরও দাম বেড়ে সেটি হয়েছে ১৭৯ টাকার ৷ এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারেন ৷এই প্ল্যানের অন্তর্গত প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে৷ মোট ২ জিবি করে ডেটা পাওয়া যাবে । ২১৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি হয়ে ২৬৫ টাকা হয়েছে ৷ এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং এর সুবিধার সঙ্গে সঙ্গে প্রতিদিন ১০০ করে এসএমএস বিনামূল্যে ও ১ জিবি করে ডেটা পাবেন ৷ এয়ারটেলের আনলমিটেড কলিং প্ল্যান ২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা খরচ করতে হবে ৷ এই সংস্থারই ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি আর আনলমিটেড কলিং ।
১৪৯ ভোডাফোন-আইডিয়ার ২৮ দিনের ১.৫ জিবি ডেটা (দৈনিক) প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচ ১৭৯ টাকা। ২১৯ টাকার এই প্ল্যানের দাম বৃদ্ধি হয়ে ২৬৯ টাকা হয়েছে ৷ আনলমিটেড কলিং প্ল্যান ২৪৯ টাকার পরিবর্তে ২৯৯ টাকা খরচ করতে হবে ৷
আনলিমিটেড কলিং প্ল্যান- মেয়াদ ৫৬ দিন –
৫৬ দিন অর্থাৎ প্রায় দু’মাসের জন্য এয়ারটেলে দুটো আনলিমিটেড অফার রয়েছে। একটি প্ল্যান ৩৯৯ টাকার বেড়ে হয়েছে ৪৭৯। সেখানে দৈনিক ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। আর ৪৪৯ টাকার প্ল্যানে বেড়ে হয়েছে ৫৪৯ টাকা। ২ জিবি ডেটা পাওয়া যায় প্রতিদিন। বাকি আনলিমিটেড কল ও ১০০ এসএমএস পরিষেবা দুই প্ল্যানের ক্ষেত্রেই এক থাকে।
৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং প্ল্যান –
এক্ষেত্রে এয়ারটেল, জিও এবং ভোডাফোন-আইডিয়া— তিন ক্ষেত্রেই আনলিমিটেড কল এবং ১০০ এসএমএসের সুবিধা রয়েছে। এবার প্রতিটি টেলিকম সংস্থাতেই ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটার প্ল্যান থাকে। এয়ারটেলে ১.৫ জিবি দৈনিক ডেটার প্ল্যানের খরচ ৭১৯ টাকা। আর প্রতিদিন ২ জিবি ডেটার প্ল্যানের খরচ ৮৩৯ টাকা। এক্ষেত্রে ৫৬ দিনে ৬ জিবি ডেটার একটি প্ল্যান রয়েছে যার খরচ ৪৫৫ টাকা।
ভোডাফোন-আইডিয়ার ক্ষেত্রে প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যানের খরচ ৭১৯ টাকা। দৈনিক ২ জিবি ডেটার প্ল্যানের খরচ ৮৩৯ টাকা। আর ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটার প্ল্যানের খরচ ৪৫৯ টাকা। এখানেও ডেটার সঙ্গে আনলিমিটেড কল আর ১০০ এসএমএসের পরিষেবা রয়েছে।