দেশ

আজ লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল

আজ সোমবার সংসদে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ লোকসভায় পাস করিয়ে রাজ্যসভায় পাঠাবে। গত শুক্রবার রাজ্যসভার সদস্যদের মধ্যে কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ সার্কুলেট করা হয়েছে। গুরুনানক জয়ন্তীর দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তিন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, “আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। চলতি মাসে শুরু হচ্ছে সংসদের অধিবেশন সেখানেই এই আইন প্রত্যাহারের যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। আমি আন্দোলনরত কৃষকদের বাড়িতে পরিবারের কাছে ফেরার আবেদন জানাচ্ছি। একই সঙ্গে তাঁরা যেন নতুন করে শুরু করতে পারেন।”