করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। আগেইভাগেই জারি করেছে সতর্কতা। জানিয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের আগের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি জমা করতে হবে। অর্থাৎ এদেশে আসার আগের ১৪ দিন কোথায় কোথায় গিয়েছেন, তা জানাতে হবে। পাশাপাশি আগের মতোই কোভিড নেগেটিভ রিপোর্টও বাধ্যতামূলক। এখানেই শেষ নয়। আরও কিছু নিয়মবিধিও জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন গাইডলাইন দিয়ে জানিয়েছে, যেসব দেশে ওমিক্রন নিয়ে ‘ঝুঁকি’ রয়েছে, সেসব দেশ থেকে এলে শুধু কোভিড নেগেটিভ রিপোর্টেই হবে না। সাত দিনের কোয়ারেন্টাইনও বাধ্যতমূলক। ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে। যাত্রার আগের ৭২ ঘণ্টার মধ্যে করাতে হবে সেই পরীক্ষা। রিপোর্ট ভুয়ো হলে ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলা আনা হবে। ১২টি দেশকে আপাতত ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়েছে। সেগুলো হল দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বৎসোয়ানা, বাংলাদেশ, ব্রিটেন, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং, ইজরায়েল। এই দেশগুলো থেকে যাঁরা আসবেন, তাঁদের এদেশের বিমানবন্দরে অবতরণের পর ফের পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্টের জন্য বিমানবন্দরে বসেই অপেক্ষা করতে হবে। রিপোর্ট নিয়ে তবেই বিমানবন্দর থেকে বেরোতে পারবেন, নয়তো কানেকটিং ফ্লাইট ধরতে পারবেন। বিমানবন্দরে রিপোর্ট নেগেটিভ এলে পরের সাত দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার পর অষ্টম দিনে ফের কোভিড পরীক্ষা করাতে হবে। রিপোর্ট আবারও নেগেটিভ এলেও নিজের ওপর নজর রাখতে হবে। আর বিমানবন্দরে কারও রিপোর্ট পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানো হবে।