দেশ

‌’দ্রুত আন্তর্জাতিক উড়ান বন্ধ করুন পিএম সাহেব’, কেন্দ্রকে সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

করোনার নয়া স্ট্রেন ‘‌ওমিক্রন’‌ নিয়ে কেন্দ্রকে সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতবছর আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করতে দেরি করেছিল কেন্দ্র। তার ফলেই প্রথমবার ভারতে ঢুকে পড়েছিল করোনা ভাইরাস। সেই কথা মনে করিয়ে মঙ্গলবার ওমিক্রন নিয়ে কেন্দ্রকে সতর্ক করে টুইট করেন কেজরিওয়াল।
ইতিমধ্যেই বিশ্বের ১৩টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন স্ট্রেন গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভারতের জন্যও রয়েছে সতর্কবার্তা। এই পরিস্থিতিতে যে সব দেশে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের হদিশ মিলেছে, সেই সব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন কোভিডবিধি জারি করেছে ভারত। দেশের সবক’টি আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোভিডবিধি জারি করে ওমিক্রনকে রোখা যাবে না। বরং আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করতে হবে কেন্দ্রকে। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল টুইটে প্রশ্ন তোলেন, ‘‌বিভিন্ন দেশ ওমিক্রন আক্রান্ত দেশগুলির সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। আমরা কেন দেরি করছি?’‌ এরপরেই কেজরিওয়াল দেশে করোনার প্রথম হানার কথা স্মরণ করান। বলেন, ‘‌প্রথম ঢেউয়ের সময়েও আমরা আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করতে দেরি করেছিলাম। অধিকাংশ আন্তর্জাতিক বিমা